Go Back to All Articles যদি প্রোগ্রামিং লাইনে ক্যারিয়ার তৈরি করতে চান…

তাহলে নিচের কিছু পয়েন্ট ফলো করুন (ইউনিভার্সিটি লাইফে)ঃ

১) যে প্রোগ্রামিং এ ভালো, সে আপনার বন্ধু, আর যে প্রোগ্রামিং নিয়ে হাসাহাসি করে, সে আপনার কেউ না (শত্রু বললাম না)

২) প্রোগ্রামিং এর কোর্সগুলোতে জান দিয়ে দিন, বাকি কোর্সে পাস করলেই হল, যদি ভালো গ্রেড পান আলহামদুলিল্লাহ্‌।

৩) প্রবলেম সল্ভ, প্রবলেম সল্ভ, প্রবলেম সল্ভ

৪) সিনিয়র ভাইদের মধ্যে যারা ভালো প্রোগ্রামার, তাদের সাথে পরিচয় তৈরি করুন। তারা পাস করার আগে, তাদের ফোন নম্বর কালেক্ট করে রাখুন।

৫) সাবজেক্ট সিলেকশনে, প্রোগ্রামিং এর যত সাবজেক্ট আছে, সিলেক্ট করার চেষ্টা করুন। যদি বিদেশে উচ্চ শিক্ষার অচিরে নিয়ত না থাকে, তাহলে গাল ভরা সাবজেক্টের থেকে প্র্যকটিকেল সাবজেক্ট লাভজনক হবে। যেমন যদি আপনাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অথবা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মধ্যে যে কোন একটি বাছাই করতে হয়, তবে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বাছাই করুন।

৬) ফ্রিলেন্সিং থেকে ১১০ মাইল দূরে থাকুন। টাকা, ও ফ্রিলেন্সিং কে যমের মত ভয় করুন। আপনার কোন বন্ধু ফ্রিলেন্সিং করে বড়লোক হয়ে যাচ্ছে দেখলে, অগ্রাহ্য করুন ও ধৈর্য ধরুন।

৭) রেগুলার সফটওয়্যার ডেভেলপমেন্ট এর বিভিন্ন বই পড়ুন ও আর্টিকেল পড়ুন। ভিডিও দেখতে পারেন, তবে ভিডিও থেকে বই ও আর্টিকেল উপকারী হবে।

৮) প্রোজেক্ট বানান নিজে নিজে শিখার জন্য।

৯) সফটওয়্যার ডেভেলপমেন্ট ইভেন্ট এ জয়ী হতে চেষ্টা করুন। তবে কাজ করে, চালাকি করে নয়।

১০) গিটহাব ও স্টেকওভারফ্লোতে একাউন্ট তৈরি করে সেখানে রেগুলার বিভিন্ন বিষয়ে পোস্ট দেখুন, কোড দেখুন।

মোঃ জালাল উদ্দিন

প্রতিষ্ঠাতা ও সিইও, ডেভস্কীল.কম